শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়ায় ৩৭৪ মৎস্যজীবী পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার খাউলিয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতি ৮৬ কেজি এ চাল বিতরণ করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মো.আলমগীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার, চান মিয়া হাওলাদার, মহিদুল ইসলাম, নাসির উদ্দিন হাওলাদার, মিলন মীর, শাহানাজ বেগম, ট্যাগ অফিসারের প্রতিনিধি শিক্ষক মাহফিজুর রহমান, আলমঙ্গীর হোসেন, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে সরকারের সামাজিক বেষ্টনি প্রকল্পের আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন সুবিধাভোগীর আওতায় রয়েছে সকল শ্রেনীপেশার মানুষ। আপনারা সকলে প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া করবেন।