শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বুধবার (১৬ ডিসেম্বর)সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।মোরেলগঞ্জে সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বিজয় মিছিলে নেতৃত্ব দেন।পরে সকাল ৭টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম।
পরে সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপরেই বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসব কর্মসূচি শেষে দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।
মোরেলগঞ্জে সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বিজয় মিছিলে নেতৃত্ব দেন
মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা ১০টায় দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে স্মৃতিস্তম্ভে মাল্যদান করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সভাপিত ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বিজয় মিছিলে নেতৃত্ব দেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা সাধারণ সম্পদক এম এমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।
পরে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুর রাজ্জা মজুমদার, মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, মোরশেদা আক্তার, আজমিন নাহার, আলমগীর হোসেন বাদশা প্রমুখ।