শেখ সাইফুল ইসলাম কবির :
বাগেহাটের মোরেলগঞ্জে নতুন করে দুটি পরিবারে ৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে ও সোমবার বিকালে ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

পৌরসভার আদর্শ পাড়া এলাকার মোকলেসুর রহমানের দুটি ও ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পাগলীর কবর এলাকার সাবেক সেনা সদস্য অহিদুল ইসলামের বাড়ির সামনে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়।

পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী ওই বাড়িগুলোতে লকডাউনের খবর নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, লকডাউন জারি করা বাড়িগুলোতে করোনা আক্রান্ত ও অপর সদস্যদের বর্তমান অবস্থা তদারকির জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন