।।জি এম রাঙ্গা।।
০৬ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে আলোচনা করেন বড় রংপুর কামিল মাদ্রাসা, রংপুরের মুফাসসির হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন বরে মাহমুদ জামে মসজিদ, মডার্ণ, রংপুরের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মাওলানা সবজান আলী। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী আব্দুল্লাহ আলামিন। মাহফিলে উপস্থিত সকলকে আল্লাহ কুদরতে একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তান আইয়ুব আলী, মোজাহিদুল ইসলাম ও শাইখুল ইসলাম শাইখকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা মাহফিলের উপস্থাপক গোলাম মোস্তফা রাঙ্গার সন্তান এবং শিশু শিল্পী আব্দুল্লাহ আলামিনের ছোট ভাই ।