ঢাকা অফিসঃ

২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেট সংশোধনে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে ৪ প্রস্তাব দিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটের মাধ্যমে মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে হিজরা বা তৃতীয় লিঙ্গর জনগোষ্ঠির জন্য আত্মকর্মসংস্থান, আবাসন এবং শিক্ষার জন্য পৃথকভাবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দাবি করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। একই সাথে নতুনধারা রাজধানীসহ সারাদেশে প্রায় অর্ধ কোটি ভাসমান মানুষের প্রশিক্ষণ-কর্মসংস্থান-আবাসনে কমপক্ষে ১০ হাজার কোটি, প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধকতা পায়ে টেলে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়ার লক্ষ্যে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ-কর্মসংস্থান ও আবাসনের জন্য কমপক্ষে ১০ হাজার কোটি টাকা এবং করোনা পরিস্থিতির পর জনগনের ভোগান্তি দূর করার জন্য গ্যাস-বিদ্যুৎ-তেলের দামসহ বিভিন্ন নিত্য প্রয়্জেনীয় দ্রব্যের ভর্তুকি দিতে কমপক্ষে আরো ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ নেতৃবৃন্দ।

১১ জুন প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বাজেট সংশোধনের প্রস্তাবের পাশাপাশি বলেন, আমাদের হিজরা বা তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও ভাসমান মানুষদের উন্নয়নে- আত্ম কর্মসংস্থানে দুর্নীতিহীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সরকারের রাজস্বে যোগ হবে বছরে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা; একই সাথে ভর্তুকি দিলে ৯৭৫ টাকার স্থলে ২ বার্নারের গ্যাসের চুলোয় ১ হাজার ৮০ টাকার সিদ্ধান্ত থেকে সরবে বাংলাদেশ; সাধারণ মানুষের হতাশা কমবে; কমবে তাদের ভোগান্তি ও দীর্ঘশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন