এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে: দেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের সাহায্যার্থে ঝিনাইদহের শৈলকুপায় অর্থ সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে। ড্রিম শৈলকুপা নামক ফেইসবুক গ্র“পের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে সভা শেষে একটি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে শৈলকুপা থেকে সংগ্রহিত অর্থ দেশের উপকূলসহ আশপাশ এলাকায় বন্যা কবলিত দুস্থ্যদের মাঝে প্রদান করা হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আফরোজা নাসরিন লিপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, আব্দুল হাই মহা বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা জোয়ার্দার, মনোহরপুর কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খান নুন, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং ড্রিম শৈলকুপা ফেইসবুক গ্র“পের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *