মোল্লা হারুন উর রশীদ, কুড়িগ্রাম।
বুধবার বিকেলে ক্রীড়া সংস্কৃতি কল্যান পরিষদ বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড ও কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে কুড়িগ্রাম সদরের ধরলা আশ্রয়ণ প্রকল্পে বীর মুক্তিযোদ্ধা সহ শীতার্ত পরিবারের মাঝ কম্বল বিতরণ করা হয়েছে। জেলায় পর্যায়ক্রমে ৪ শত কম্বল বিতরন অনুষ্টানে কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ
পল্লী বিদ্যুতায়ন বোর্ড( ঢাকা) এর যুগ্ম সচিব ও সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস,বিশেষ অতিথি কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোদাচ্ছির বিন আলী উপস্থিত ছিলেন। বাপবিবোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী, উপ পরিচালক (অর্থ) মো: শামীম হোসেন, এ জি এম এডমিন সুলতান মবিন পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আ: বাতেন সরকার সহ আরো অনেকে
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/IMG_20230117_170947-scaled.jpg)