কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের টোকরাইহাট পুলের পার এলাকায় বাবার দুপুরের খাবার দিতে গিয়ে রাব্বি (১২) নামের এক শিশুর একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) দুপুরের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের হারেজ আলীর ছেলে।
স্থানীয়রা বলেন, নিহত রাব্বির বাবার একটি হাঁসের খামার রয়েছে। প্রতিদিন তার বাবা হাঁসগুলোকে নিয়ে টোকরাইহাট এলাকার পুলের পার নামক এলাকার ডোবাতে খাবার খাওয়াতে নিয়ে আসেন। আর রাব্বি তার বাবার জন্য প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে আসে। পরে স্থানীয়রা আজ সেখানে একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।
তারা বলেন, রাব্বি কোনোভাবেই আত্মাহত্যা করতে পারে না। কে বা কারা তাকে শ্বাসরোধ করে মেরে ছোট একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। ওই সময় রাব্বির বাবা ঘটনাস্থলে ছিলেন না বলেও জানান স্থানীয়রা।
রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মাহত্যা। নিহত রাব্বির বাবা জ্ঞান হারিয়ে বাড়িতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে কিছু জানা যাবে। তা ছাড়া মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।