নাগেশ্বরী প্রতিনিধিঃ বামনডাঙ্গায় নির্মিত হচ্ছে সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্যরে ভেরি বাঁধ। আসন্ন বন্যার ঝুকি থেকে রক্ষা পেতে পারে প্রমত্তা দুধকুমর নদের পুর্ব পাশের ২৪ গ্রামসহ উপজেলার একটি বৃহৎ অংশের প্রায় দেড় লক্ষাধিক মানুষ।

প্রতি বছর বন্যায় দুধকুমর উপছে বামনডাঙ্গার ধনীটারী, বড়মানী,পানাতিটারী,সরকারপাড়া, তেলিয়ানী, চরলুছনি, মুড়িয়া, আনছারহাট, গাছপাড়ী, বামনডাঙ্গা, মীনাবাজার, ওয়াবদা হয়ে পানি প্রবেশ করে ওই গ্রামগুলোসহ সেনপাড়া, পাটেশ^রী, মমিনগঞ্জ, বোয়ালেরডারা, অন্তাইপাড়, সাঞ্জুয়ারভিটা, হরিরপাট, ভৈষতুলী, ফকিরটারী, ভূসিটারী, বানিয়াপাড়া, হাশেমবাজার, পৌরসভার ৫ টি ওয়ার্ড ও উপজেলার একটি বৃহৎ অংশ প্লাবিত করে। গত বছর এসময় বন্যার পানিতে নাগেশ^রী পৌরসভা সদরের সবগুলো সড়ক তলিয়ে যাওয়ায় এর উপর দিয়ে নৌকা ও কলাগাছের ভেলা চলাচল করে। মানুষ এসব এলাকা থেকে আশ্রয় নেয় অন্যত্র। এবারে ওই মানুষগুলোর দুর্ভোগ কমাতে দুধকুমরের পাড় ঘেষে বামনডাঙ্গায় সদরব্যাপারী ঘাট থেকে তেলিয়ানী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে রাকিব এন্টারপ্রাইজ এন্ড কোং এর মাধ্যমে ২ কিলোমিটার এবং স্থানীয় সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমানের উদ্যোগে আড়াই কিলোমিটার দৈর্ঘ্যরে ভেরি বাঁধ নির্মিত হচ্ছে। বাঁধ রক্ষায় জিও ব্যাগ দিয়ে দেয়া হচ্ছে পাইলিং। এতে উচ্ছ্বসিত এসব এলাকার প্রায় দেড় লক্ষাধিক মানুষ। আমানউল্লাহ, মহসিন, রাবেয়া খাতুন, মনছুর আলী, সামাদ, আশরাফুলসহ বাঁধের পাড় এলাকার মানুষরা জানান এ বাঁধ নির্মাণ হওয়ায় তারা অত্যন্ত খুশি। আসন্ন বন্যায় এলাকাগুলো প্লাবিত না হলে হয়ত তাদের বাড়ী-ঘর ছেড়ে যেতে হবে না অন্যত্র।

বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এখানে একটি ভেরি বাঁধ নির্মাণ করা। ইতোপুর্বে এ দাবীতে তারা মানববন্ধনও করে। অবশেষে এ ভেরি বাঁধ নির্মাণ হওয়ায় বন্যার ঝুকি থেকে রক্ষা পাবে তারা।

কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন শুধুমাত্র নির্মিতব্য ২ কি.মি দৈর্ঘ্যরে ভেরি বাঁধের অর্থ আগামী অর্থবছরে পাইলিং এর জিও ব্যাগসহ এর ১ কোটি ৭ লক্ষ টাকা ছাড় দেয়া হবে।

স্থানীয় সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান জানান, জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *