নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এড. জাহিদুল হক মিলুর শৈশবের স্কুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, পিপি আব্রাহাম লিংকন, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম নামাজে জানাযা সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার মরদেহ সর্বস্তরের মানুষের এক নজর দেখার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হয়। দুপুর ২টায় কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ্ ঐতিহাসিক লিচু তলায় দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
গত ১৩ মে উলিপুর থেকে কুড়িগ্রামে ফেরার সময় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ জুন দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন।