মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠির বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের মমতাময়ী মাতা মনুজান বেগম( ৮১) দীর্ঘদিন অসুস্থ থাকায় পর শুক্রবার ২১জুলাই ভোররাত ৪.৩০মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাহার মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি নলছিটি ২ আসনের সংসার সদস্য আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব আমির হোসেন( আমু) সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার জুমার নামাজ বাদ নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাজাহান ওমর বীর বিক্রম। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির,
ঝালকাঠি পৌর মেয়ার আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু।এছাড়া বিএনপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *