জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২০ মার্চ) ভোর ৩ টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত বাপ্পা মিয়া বটুলী এলাকার আবদুর রউফের ছেলে।
ফুলতলা ইউনিয়নের মেম্বার ইমতিয়াজ গফুর মারুফ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি জুড়ীরসময়কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন।

তিনি আরোও বলেন, আব্দুল মুমিন বাপ্পা গরু ব্যবসায়ী ছিলেন। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

বিজিবি -৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, আমরা পরবর্তী কার্যক্রম নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *