আশানুর রহমান আশা –বেনাপোল ।
বিএসএফ কর্তৃক ভারতীয় ড্রাইভারদের হয়রানি করার প্রতিবাদে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
সোমবার সকাল থেকে আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরে ডেপুটি পরিচালক মামুন তরফদার জানান, ওপারেরর ব্যাবসায়ীরা জানিয়েছেন ভারতীয় ড্রাইভাররা যখন পন্য নিয়ে পেট্রাপোল বন্দরের দিকে আসে তখন ভারতের জয়ন্তিপুর বিএসএফ ক্যাম্পর সদস্যরা ঘন্টার পর ঘন্টা ট্রাক দাড় করিয়ে চেকিংয়ের নামে হয়রানী করে থাকে। বিএসএফ কর্তৃক এ ধরনের হয়রানী বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেনাপোল বন্দর দিয়ে পন্য রফতানী করবে না বলে জানিয়েছেন।
ভারতীয় পন্য আমদানী বন্ধ থাকলেও বাংলাদেশী পন্য রফতানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে ।
বেনাপোল কাস্টমসের কার্গো অফিসার স্বপন কুৃমার জানান, বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানী বানিজ্য বন্ধ রয়েছে। তবে রফতানী বানিজ্য সচল আছে। আমাদের কোন সমস্যা নেই।ভারতে সমস্যা সমাধান হলে আমদানী বানিজ্য সচল হবে।