লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত ইউসুফ আলী’র লাশ ফেরতের দাবীতে  সংবাদ সম্মেলন করেছে পরিবারের  লোকজন। রোববার বিকালে পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত ইউসুফ আলীর বাবা শাহা জামাল বলেন, সম্প্রতি পাটগ্রাম সীমান্তে ভারতীয় ৮৫৭ মেইন পিলার, সাব পিলার ১৩ এর অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে নিহত হয়ে তার চতুর্থ ছেলে ইউসুফ আলীর মরদেহ সীমান্তে পড়ে থাকে। পরে বিএসএফ সেই লাশ নিয়ে যায়। নিহত ইউসুফের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ছেলেকে চিহ্নিত করে পরিবার। পরবর্তীতে বিজিবি ৬১ ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম কালিরহাট বিওপি বরাবর লাশ ফেরতের দাবিতে লিখিত আবেদন দেন পরিবার। আবেদনের ১৩ দিন অতিবাহিত হলেও লাশ ফেরত না পাওয়ায় পরিবার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। এসময় নিহত ইউসুফ মানসিক রোগী বলে দাবী করেন পরিবারের লোকজন। 

এ বিষয়ে ৬১ ব্যাটালিয়নের সিও লেঃ কর্ণেল এ এম মাহবুবুল আলম খান বলেন, লাশ ফেরত আনার চেষ্টা চলমান রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *