রাজনৈতিক প্রতিবেদকঃ
বাংলাদেশের ঝিনাইদহ সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক গুলিতে বাংলাদেশী দুই কিশোরের নাম সোহেল রানা (১৬) ও হারুন অর রশিদ (১৫) নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী দুই কিশোরকে হত্যার মাধ্যমে ভারত আবারো প্রমান করলো তারা বাংলাদেশের বন্ধু নয়। তাদের এই অব্যাহত আগ্রাসন বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের প্রতি চ্যালেঞ্জ।
নেতৃদ্বয় বলেন, অনুনয়-বিনয় করে কখনো সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ হবে না। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বিরোধীতা কিংবা ভারত তোষন নয়, প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা।
তারা বলেন, ভারতের কাছে অসহায়ত্ব প্রকাশ করে সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা ও আগ্রাসন বন্ধ সম্ভব নয়। এই হত্যাকান্ড ও আগ্রাসন বন্ধ করতে হলে দেশে একটি সত্যিকার দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যারা মেরুদন্ড সোজা করে সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।
উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি কিশোর মারা গেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সোহেল রানা খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র; আর হারুন অর রশিদ শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।