রণিকা বসু(মাধুরী)
স্টাফ রিপোর্টার÷
দৈনিক সিলেটের দিনকালের প্রধান সম্পাদক, সিল নিউজ বিডি,উপদেষ্টা সম্পাদক, শ্রীহট্র মিডিয়া লিমিটেড এর পরিচালক,সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ নুতন কে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন- গভঃ রেজিঃ নং – কুষ- ৭৮৮/ ০৭ ( বিএসকেএস ) কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের – সহ সভাপতি (১) করা করা হয়েছে সংগঠনের সভাপতি শেখ তিতুমীর ও সাধারন সম্পাদক মাকসুদা আক্তার রুমি তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে সিলেট জেলায় আগামী তিন মাসের মধ্যে জেলা / মহানগর / পৌরসভা/উপজেলা কমিটি করার জন্য কেন্দ্রীয় কমিটি’র পক্ষ দায়িত্ত্ব দেয়া হয়েছে।
সাংবাদিক আব্দুল লতিফ নুতন বিগত ৮০ দশকের শেষের দিক থেকে ঢাকার জাতীয় দৈনিক,সাপ্তাহিক ও সিলেটের স্থানীয় দৈনিকে কাজ করেছেন।উল্লেখ্য আব্দুল লতিফ নুতন সিলেট শহর ছাত্রলীগের সাবেক যগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২০০৩ সাল থেকে বিগত সম্মেলন পর্যন্ত কেন্দ্রীয় সদস্য হিসাবে দায়িত্ত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মণ্ডলীর সদস্যের দায়িত্ত্ব পালন করছেন।
সাংবাদিক আব্দুল লতিফ নুতন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন- ( বিএসকেএস ) কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের – সহ সভাপতি (১) করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন।