নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
নাগেশ্বরী উপজেলার কচাকাটা বিকাশন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার কচাকাটা বিকাশন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অফিস কক্ষে ইফতার পূর্ব কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সুধীসমাজের মতবিনিময় সভায় হাফেজ নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ইকদাম বিজনেস এন্ড কমার্স লিমিটেড, রংপুর এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুস সালাম, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল প্রমূখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কচাকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিলন, ইফতার মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজ ইকরাম।