কবি -প্রবীর রায়
বিজয়ের ডঙ্কা বাজিছে আজি
গাই বিজয়ের গান
বিজয় নিশান উড়িছে বাতাসে
আনন্দে মেতেছে প্রাণ।
বিজয়ের সূর্য পূর্ব আকাশে
পাখির কুহুতান
অশ্রু ছাপিয়েও স্বাধীন মোরা
দামাল ছেলের দান।
যুবতী স্ত্রীর অশ্রুর বিনিময়ে
শত মায়ের বলিদান
মুক্তিযোদ্ধার প্রাণপণ লড়াইয়ে
পরাজিত পাক শয়তান।
আকাশে বাতাসে শুনিতে পাই
বিজয়ের জয়গান
যাদের জন্য বাংলাদেশ পেয়েছি
তাদের জানাই সম্মান।