ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
রংপুর বিজিবির সেক্টর কমান্ডার ও কুচবিহার বিএসএফের ডিআইজির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী সকাল ১১.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বিপরীতে ভারতের কুচবিহার জেলার অভ্যন্তরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকাবৈঠকে বিজিবির পক্ষে রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহম্মেদ এবং ভারতের পক্ষে কুচবিহার সেক্টরের ডিআইজি গুরজান্ট সিং ধাওয়াল নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও উক্ত বৈঠকে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক এবং বিএসএফ এর ১৪, ৯০, ১৩৮ এবং ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টগন অংশগ্রহন করেন।

অনুষ্ঠিত পতাকাবৈঠকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত হত্যা শুন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়। এছাড়াও সীমান্তে নারী ও শিশু, মাদক পাচার এবং চোরাচালান রোধে যৌথ টহল জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ।
সীমান্তের শুন্য লাইন হতে ১৫০ গজের ভিতরে উভয় দেশে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার ব্যাপারে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী অংগীকার ব্যক্ত করেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠক উভয় দেশের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন