মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
চিত্রনায়ক আমান রেজা। ২০০৮ সালে অভিনয়ে আসেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘সেই তুফান’, তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘ভালোবাসার শেষ নেই’। ঢাকা এবং কলকাতা চলচ্চিত্রের নায়ক আমান রেজা চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রেও নিয়মিত কাজ করছেন। তারই ধারাবাহিকতায় প্রাণ ফ্রুটো বিজ্ঞাপনের শুটিং করার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ৫০তম বিজ্ঞাপনে কাজ করলেন ঢালিউড অভিনেতা আমান রেজা। বাপ্পা মাহমুদের পরিচালনায় বিজ্ঞাপন চিত্রে তার সঙ্গে সহশিল্পী ছিলেন রেবেকা সুলতানা দীপা।
অর্ধশত বিজ্ঞাপনে কাজ করতে পেরে উচ্ছ্বসিত আমান রেজা। তিনি বলেন, ‘একজন শিল্পীর জন্য এটি বড় প্রাপ্তি। ৫০টি বিজ্ঞাপন কম নয়। খুব কম শিল্পীই আছে যে এতোগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এ এক অন্যরকম অনুভূতি। অনেক কৃতজ্ঞ স্রষ্টা, পিতামাতা ও পরিবারের কাছে। শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাই পরিচালক-প্রযোজকদের। ধন্যবাদ আমার দর্শক ও ভক্তদেরও যারা না থাকলে একজন আমান রেজার এই পথচলা এতদূর এগোতো না।’