ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাট রেলওয়ে ষ্টেশন জামে মসজিদের দখলিয় জলাশয়টি অবৈধ ভাবে প্লট আকারে রেলওয়ে বিভাগীয় ভূমি অফিস কর্তৃক টেন্ডারের লিজ (ডাক) বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি ও মুসল্লীরা।
শনিবার (২০ নভেম্বর) বিকালে জয়পুরহাট রেলওয়ে ষ্টেশন জামে মসজিদের সামনে মানববন্ধন চলাকালীন সময়ে অত্র মসজিদের মুসল্লী ও ক্ষুব্ধ এলাকাবাসিরা জানান, উক্ত জলাশয়টি জনৈক তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিয়ে মসজিদের যাবতীয় ব্যয় ও উন্নয়নের জন্য লিখিত ভাবে মসজিদের নামে দাণ কররলে সেটি ভোগ দখল করে আসাকালিন লিজের মেয়াদ থাকাবস্থায় হঠাৎ করে বিনা নোটিশ বা কোন প্রকার প্রচারণা কিংবা পত্রিকায় বিজ্ঞাপ্তী দেওয়া ছাড়াই কিছুদিন পূর্বে অবৈধ ভাবে প্লট আকারে রেলওয়ে বিভাগীয় ভূমি অফিস কর্তৃক অন্যত্র লিজ দেওয়া হয়েছে।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাষ্টার হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেননা।
মসজিদের দখলিও জলাশয়টি এভাবে অবৈধ পন্থায় লিজ দেওয়ার ঘটনায় জয়পুরহাটের সচেতন মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে এবং জনসাধারণ এর তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে রেলওয়ে বিভাগীয় ভূমি অফিস কর্তৃক এই লিজ বাতিলের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য উক্ত জলাশয়টি বর্তমানে ভরাটের কাজ চলছে এবং এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।