চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বাড়ছে পানি, ঝড়ছে পানি। টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপদ সীমা ছুয়ে উপর উঠলো ব্রহ্মপুত্রের পানি। পানি বৃদ্ধিও সাথে সাথে প্লাবিত হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় চিলমারী উপজেলার নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে যাচ্ছে বিভিন্ন ফসলি জমি। বাড়ছে হতাশ।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলা ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর কোল ঘেষে অবস্থিত। চলতি মৌসুমে শুরুতে বন্যা হানা না দিলেও শেষের এ বন্যায় হতাশ হয়ে পড়েছে নদীর তীরবর্তী মানুষজন। হঠাতেই গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং তা বিপদ সীমা অতিক্রম করে। পানি বাড়ার সঙ্গে তলিয়ে যেতে শুরু করে নদীর তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল। একের পর এক এলাকা তলিয়ে যাওয়ায় উপজেলার রমনা, ব্যাংকমারা, সোনারীপাড়া, টোনগ্রাম, ব্যাপারীপাড়া, কাঁচকোল, জোড়গাছ, শাখাহাতি গ্রামসহ নয়ারহাট, অষ্টামীর চর ইউনিয়নের বেশকিছু এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষজনের মাঝেও দেখা দিয়েছে ভোগান্তি। পানি বৃদ্ধির সঙ্গে তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন সবজি ও ফসলি জমি। হঠাৎ বন্যার থাবা আর বৃষ্টির হানায় কৃষকরাও পড়েছে বিপাকে। পানিবন্দি বেশ কিছু এলাকার রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষজন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (দুপুর ১২ টা শুক্রবার পর্যন্ত)। কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের সকল প্রস্তুতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *