বিপাশা কবির ‘গিভ অ্যান্ড টেক’ শিরোনামের একটি ছবিতে চুক্তিস্বাক্ষর করেছেন। এতে বিপাশার বিপরীতে দেখা যাবে নায়ক বাপ্পী চৌধুরীকে।
রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। বিপাশা কবির বলেন, নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সব কিছু মিলে সুন্দর হবে। আমার মনে হয়, বাণিজ্যিক ধারার এই ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে।
এর আগে বিপাশা কবিরকে সিনেমায় নাম ভূমিকায় বেশি দেখা যেত। তিনি কয়েকটি সিনেমায় আইটেম গানে কাজ করেছিলেন।
এছাড়াও, বিপাশা কবির সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এর পাশাপাশি বিগ বাজেটের মিউজিক ভিডিও তে কাজ করছেন।
সিনেমার প্রসঙ্গে জানা যায়, আজ থেকে উত্তরায় পাঁচদিন পর্যন্ত এ সিনেমার শুটিং হবে। এবং পরবর্তীতে অন্য লোকেশনে। ছবিটি প্রযোজনা করছেন, খল-অভিনেতা ও প্রযোজক শরীফ চৌধুরী।