আবুল আহসান রিমন বিয়ানীবাজারঃ
শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়, এ লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে স্টেডিয়ামের কাজ করে যাচ্ছে। পর্যাপ্ত ভুমি পেলে বিয়ানীবাজারে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরি করা হবে। বিয়ানীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা যোগাড় করার জন্য তিনি বিয়ানীবাজারবাসীর প্রতি আহ্বান জানান। কেউ স্বেচ্ছায় না দিলে প্রয়োজনে সরকারি টাকায় ভুমি ক্রয় করে টেকনিক্যাল কলেজ তৈরি করা হবে। এজন্য তিনি বিয়ানীবাজারবাসীর সহযোগীতা কামনা করেন।
শিক্ষামন্ত্রীর বিয়ানীবাজার সফরের প্রথম দিনে বিকাল ৫ ঘটিকায় সুপাতলাস্থ বিয়ানীবাজার ওসমানী স্টেডিয়ামের প্যাভিলিয়ন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে উপরোক্ত কথা বলেন।বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নূরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, এড. আব্বাছ উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খছরু, অহিদুর রেজা মাছুম, ক্রীড়া সংঘটক আব্দুল বাছিত টিপু সহ বিভিন্ন স্তরের ক্রীড়া সংঘটক, নেতা কর্মী।
সফরের শুরুতে শিক্ষামন্ত্রী রামদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন।