মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :
বিরামপুরে করোনা প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যর আয়োজনে এবং জাইকার সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিতে প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু । অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম মন্ডল ও উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ
মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এসময় জাইকার কর্মকর্তা বৃন্দ, শিক্ষকমন্ডলী ও বিরামপুর প্রেসক্লাবের সহ-
সভাপতি ফরিদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক আবু তাহের, নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা
আসমা বানু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন