মোরশেদ মানিক, বিরামপুর(দিনাজপুর) থেকে:
দিনাজপুরের বিরামপুর উপজেলার
জোতবানী ইউনিয়নের কেটরা হাইস্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল সোমবার প্রতিবছরের ন্যায় উপজেলার ধনসা গ্রামের বীর
মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি মো.শিবলী সাদিক। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ
চেয়ারম্যান মো.খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা
পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর মহিলা কলেজের জিবি সভাপতি এ্যাডভোকেট
সোহেল, উপাধ্যক্ষ মেজবাউল হক, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান
শাহাজান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাবেক সভাপতি
মোবারক আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জালাল
উদ্দীন রুমী, সহ-সভাপতি ফরিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক রিপন চৌধূরী, ক্রীড়া ও সাংস্কৃতিক নূর
মোহাম্মদ, নির্বাহী সদস্য আব্দুল কাফী ও মিজানুর রহমান, উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি রহমত আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গোলজার
হোসেন, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাষ্টার, দপ্তর সম্পাদক মামুনুর
রশীদ, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সহ উপজেলা ও ইউনিয়ন
আওয়ামীলীগ-অঙ্গ সংগঠনের নেতা-কমী।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্নার
মাগফেরাতসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া
খায়ের অনুষ্ঠিত হয়েছে। বক্তাগন ও উপস্থিতি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায়
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারের প্রতি কৃতঞ্জতা জানান।