কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেশের সর্ববৃহৎ বিলুপ্ত ছিটমহলে পরিদর্শনে করেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকালে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করে কালিরহাট বাজারে দাসিয়ারছড়া কমিউনিটি রিসার্চ সেন্টারে দাসিয়ারছড়াবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকারের সভাপত্বিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরী, পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক আব্দুল হাকিম , পরিদর্শক বিভাগের পরিচালক মধুসুদন বনিক,অতিরিক্ত পরিচালক ফজলার রহমান, কুড়িগ্রাম ও লালমনিহাট অ লের অগ্রণী ব্যাংকের এজিএম বাইজিদ মোহাম্মদ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ,কুড়িগ্রাম সোলালী ব্যাংক শাখার এজিএম ওয়াহেদুন্নবী,ফুলবাড়ী অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান ,ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও সাবেক ছিটমহল আন্দোলনের নেতা আলতাফ হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এই দাসিয়ারছড়ায় বিশেষ ভাবে নজরদারি অব্যাহত রেখেছেন। আমরা সরকারের উন্নয়নের পাশাপাশি দাসিয়ারছড়ায় ব্যাপক ভাবে কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রতিটি কৃষক পরিবারে কৃষি ঋন দেওয়ার প্রতিশ্রæতি দেন ব্যাংক কর্মকর্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *