ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৪৯ তম মহান বিজয় ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার সকালে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালিটি বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, ছিটমহল আন্দোলনের নেতা মোঃ আলতাফ হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম, নাসিরুল ইসলাম, ছাত্রনেতা জাকির হোসেন প্রমূখ।