মো: নাজমুল হুদা মানিক ॥ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। সহজ, সরল, মেধাবী, সত্যভাষী এবং রাজনৈতিক প্রজ্ঞায় অনন্য ছিলেন তিনি। রাজনীতিক পরিবারের সদস্য হয়েও নিজেকে আলাদা করে নিজের পরিচয়ে ভাস্বর হয়ে ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন ফজলুল হক মুসলিম হলে। ১৯৬১-৬২ শিক্ষা বছরে তিনি হলের ভিপি ছিলেন। তখনই তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসেন। ১৯৬৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের ডারহাব বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার এন্ড হাই এনার্জি পার্টিকেল ফিজিকম এ পিএইচডি করেন। ১৯৬৭ সালের ১৭ ই নভেম্বর তিনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিয়ে করেন। তিনি বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘের আজীবন সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৯ সালে তিনি চাকুরী থেকে অবসর নেন। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। নেতৃবৃন্দ সহজ, সরল, মেধাবী, সত্যভাষী এবং রাজনৈতিক প্রজ্ঞাবান অনন্য ব্যাক্তিত্বের অধিকারী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার আত্নার শান্তি ও বেহেস্ত নসিব কামনা করেন। মহান আল্লাহতালা যেন মরহুম এই নেতাকে বেহেস্তের সুউচ্চ স্থান দান করেন।