আতাউর রহমান বিপ্লব,কুড়িগ্রাম থেকেঃ
জেলা পুলিশ কুড়িগ্রামের মনিটরিং সেল এর মাসিক সভায় তদন্তানাধীন সকল হত্যা মামলা সংক্রান্তে আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান শেষে সম্প্রতি রাজারহাট থানার ক্লু লেস দস্যুতা ও কিশোরী মেয়েকে ধর্ষন মামলার সকল আসামীকে গ্রেফতার , আলামত ও মালামাল উদ্ধারে সফল হওয়ায় অভিযানের নেতৃত্ব দানকারী অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল জনাব আল মাহমুদ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব উৎপল রায় কে; ও দুই বছর আগে সদর থানায় সংঘটিত ডাবল মার্ডারের মূল আসামিকে গ্রেফতার করায় সদর থানার এসআই নুরুন্নবী ও ক্রাইম এনালাইসিস সেলের সহায়তা দেয়ায় এএসআই আরিফ কে নগদ অর্থ পুরস্কার ( মানি রিওয়ার্ড) প্রদান করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।।