রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজীবপুরে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম’আ রাজীবপুর সদরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা সালাত শেষ করে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা শহরের থানা মোড়ে এসে মিলিত হয়।
পরে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে রাজীবপুর উপজেলার প্রধান প্রধান সড়ক ও শহর প্রদক্ষিণ শেষে রাজীবপুর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। বক্তারা উল্লেখ করে বলেন যে, ভারতের জিন্দাল ও নুপুর শর্মা ওই দুই ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। এবং বিশ্বনবীকে অবমাননাকর কথা উডডো করে বিশ্ব মুসলিম জাতীর কাছে ক্ষমা চাইতে বলেন ও পুরো বিশ্ব মুসলিম জাতীকে এক হওয়ার আহবান জানান।