হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা। সোমবার সকাল ১১টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ৪টি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় রানার্স আপ হয় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়। অপর অংশগ্রহনকারী দল দুটি হলো, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। বিতর্ক অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয় কুড়িগ্রাম। বিতর্কের বিষয় ছিল, ‘
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক সুদীপ কুমার চৌধুরী, সহকারি পরিচালক মার্ফিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশীদ, উদয় চক্রবর্তী, প্রতিমা চৌধুরী ও হুমায়ুন কবির সূর্য।