ঝালকাঠি প্রতিনিধি :
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে বিষয়টি জানিয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।
ইউনিটের নির্বাচিত কর্মকর্তারা হলেন ,সভাপতি ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী ও সাধারণ সম্পাদক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান। সহ সভাপতি ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম ও সুকেশ রঞ্জন হালদার। যুগ্ম সম্পাদক হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বজলুর রশিদ ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম তালুকদার। সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ মোর্শেদ ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মুর্তজা। কোষাধ্যক্ষ ঝালকাঠি সরকারি কলেজর সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। প্রচার সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক প্রণয় বিশ্বাস। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিলা কলেজের প্রভাষক জসমি উদ্দিন। সমাজকল্যাণ সম্পাদক মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাসমিদা ত্বাহসীন।দপ্তর সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক দেবশ্রী বিশ্বাস।
এছাড়াও ১০ জনকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন,ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক নাশিদ শাহেরীন,ফারজানা আক্তার ইমা, মাহমুদুল হাসান, মো.শাওন খান,ফাইজুল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক ইমরান হোসেন রবিন, ইমরান হোসেন খান,নাজিবুল ইসলাম, মো. মানিক ও হনুফা আক্তার।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সুবিধা অসুবিধাসহ নানা প্রয়োজনে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি ইউনিটের সভাপতি ইলিয়াস বেপারী।