রণিকা বসু (মাধুরী),বাগেরহাট জেলা প্রতিনিধি÷
দেশের এই মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিছু মানুষ রুপী অমানুষের মনে এতটুকু সৃষ্টিকর্তার প্রতি ভয় নেই৷কিছু মানুষের সাথে পশুর তুলনা করলেও পশুকে অসন্মান করা হয়৷
ঘটনা প্রসঙ্গে,
বাগেরহাটের রামপাল উপজেলার আবুল কালাম মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) এর লাইব্রেরিয়ান ও স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান কুদরতীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাগা গ্রামের এক উচ্চশিক্ষিত যুবতীর সাথে শারিরীক সম্পর্ক ও তার পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগী যুবতীকে মারধরের অভিযোগ উঠেছে।
জানাযায়, ইমরান কুদরতীর সাথে ওই যুবতীয় ৩ বছরের প্রেমের সম্পর্ক।এরভেতর ইমরান অনেকবার তার বন্ধুবান্ধব-আত্নীয় স্বজনের বাসায় নিয়ে অবৈধভাবে দিনের পর দিন ওই যুবতীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ভুক্তভোগী যুবতী যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো তখন ইমরান বিভিন্ন কায়দায় এড়িয়ে যেতে লাগলো।
শেষ পর্যায়ে, গত ৩ জুন তারিখ বিয়ে সম্পর্কিত জরুরী কথা বলার আশ্বাস দিয়ে ওই যুবতীকে মোবাইল রামপালে আসতে বলে, অতপর ওই যুবতী বাড়ী চলে আসে এবং সেদিন রাত ৯ টার দিকে ইমরানের চাচা স্থানীয় জনৈক বাচ্চুর ঘেরের বাসায় নিয়ে গিযে ওই যুবতীকে আরো ২ বার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে।
এরপর দিন সকাল বেলা ইমরান ওই নারীকে নিজের বাড়ি রেখে উধাও হয়ে যায়।ওই নারী যখন বিয়ের দাবি নিয়ে ইমরানের চাচার কাছে যায় তখন তার চাচা বাশার কুদরতি বিষয়টি কানে নেয় না।বারবার একই দাবি করায় ইমরানের আত্নীয়রা ওই যুবতীকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী যুবতী ইমরান কুদরতীকে প্রধান বিবাদী করে মোট ৪ জনের নামে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে জানার জন্য,ইমরান কুদরতীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
রামপাল থানার ওসি দেলোয়ার হোসেন জানায়, ইমরান কুদরতির বিরুদ্ধে আগেও একই ধরনের দুটি অভিযোগ রয়েছে।যার একটি ইতিমধ্যে প্রশিকিউশন চেয়ে কোর্টে পাঠানো হয়েছে এটা ৩ নাম্বার।অভিযুক্ত ইমরানের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা হবে।