এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
সামাজিক যোগাযোগ মাধ্যম ও কালের কণ্ঠের অনলাইনে প্রকাশিত সংবাদের পরেই বিধবা বৃদ্ধা মালতী বেওয়ার (৯০) বাড়িতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে তাকে খাদ্য সহায়তা দিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ১০ এপ্রিল শুক্রবারে রাতে বৃদ্ধা মালতি বেওয়ার তথ্য পেয়ে জামালপুরের জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুর রহমান অসহায় মালতী বেওয়ার বাড়িতে যান এবং তার হাতে খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তায় ছিল- দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, তিন কেজি আলু, এক লিটার তেল, আধা কেজি লবণ ও একটি সাবান সম্মিলিত প্যাকেট।

খাদ্য সহায়তা পেয়ে বৃদ্ধা মালতী বেওয়া বলেন- আমি এডা বুইড়া মানুষ। কোনখানো যাবার পাই না। ঘরত পইরা আছি। পোলাডা বেকার অয়া পড়ছে। চাইল-ডাইল পাইয়া বালাই অইছে। আত্মাটা খুব শান্তি পাইতাছে। যে পাঠাইছে তাগরে য্যান আল্লাহয় শান্তি করে, বরকত দেয়।

জানাগেছে- জামালপুরে লকডাউন বলবৎ থাকায় ইজিবাইকচালক মালতি বেওয়ার ছেলেটা বেকার হয়ে পড়ে। সেকারণেই জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাহাপুর পূর্বফুলবাড়িয়া গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী বৃদ্ধা মালতী বেওয়ার ঘরে খাদ্য সঙ্কট দেখা দেয়। সম্প্রতি কর্মহীন দরিদ্র মানুষের খাদ্যসহায়তার আকুতি তুলে ধরা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কালের কন্ঠের অনলাইন সংবাদটিতে। সংবাদটি জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নজরে পড়ে। তাৎক্ষনিক তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুর রহমানকে খাদ্য সহায়তা দিতে বৃদ্ধা মালতী বেওয়ার বাড়িতে পাঠান। ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *