লালমনিরহাট প্রতিনিধি : বেট ৩৬৫ দিনের জুয়ারুদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় আরো বেপরোয়া হয়ে উঠেছে তারা। চিহ্নিত জুয়ারুরা সিন্ডিকেটের মাধ্যমে এ অপকর্ম চালিয়ে আসলেও প্রশাসন নীরব রয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের অসংখ্য সচেতন ব্যক্তি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, পৌরসভার সামনে পুর্ব পাশে এভিসন মাষ্টার, কুলাঘাট বাজারের পান দোকানদার সাহেদ, হাট খোলা ( বিডিআর হাট) বাজারের জিয়া, রিপন, চালের দোকানদার জুয়েল, রেল স্টেশনের লোকমান, রিপন, পারভেজ, তাজু, নর্থ বেঙ্গল মোড়ের রচি, চাদনি বাজারের মফিজুল, ওয়ালেজ কলোনীর মামুন, হাড়িভাংগা এলাকার ঔষধ বিক্রেতা রশিদুল, স্টেশনের সামনে ফল ব্যাবসায়ী শাহীন, লোকমান, সাহেব পাড়া এলাকার টুটুল এরদের বিরুদ্ধে গত ২২/১১/২০২০ ইং তারিখে এতদ সংক্রান্ত বিস্তারিত খবর একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। এতে মামুনসহ তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এদিকে খবর প্রকাশ হওয়ার পর থানা পুলিশ অভিযানে নামে। এসময় জুয়াুররা সটকে পরে। পুলিশ তাদের নাম ও নাম্বার সংগ্রহ করলেও পরবর্তীতেও তারা তাদের পুর্বের নাম্বার বন্ধ রেখে নতুন নাম্বার দিয়ে তাদের অপকর্ম চালিয়ে আসছে। ওদিকে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটি রুগী শুন্ন হলেও বর্তমানে মাদক সেবী ও জুয়ারুদের দখলে রয়েছে এই ঐতিয্যবাহী হাসাপাতালটি। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই হাসপাতাল চত্তরে মাদক সেবী ও জুয়ারুদের আনা গোনা রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ শাহা আলম এর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেননি।