মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
গরিবদের সহায়তায় নিজের বেতনের পুরো টাকা ও বৈশাখী ভাতা দিয়েছেন চিরিরবন্দর উপজেলার কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান । তার এই টাকায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে ।
দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন কাব্যের দান তহবিলে এক মাসের টাকা ও বৈশাখী ভাতা পৌঁছে দেন তিনি। বিষয়টি কৃষি কর্মকর্তা নিজেই নিশ্চিত করেছেন।
কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের যেসব মানুষ বের হতে পারছে না, বিত্তবানদের তাদের পাশে দাঁড়াতে হবে। এছাড়া সবার ঘরে খাদ্য পৌঁছানোর জন্য সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে ।
দিনাজপুর স্বেচ্ছাসেবী সংগঠন কাব্যের আহব্বায়ক দূজর্য় চন্দ্র রায় বলেন, করোনা মোকাবিলায় গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিতে আমরা নানামূখী উদ্যেগ গ্রহন করছি । যারা না খেয়ে আছে। কোন ত্রান সহায়তা যাদের কাছে এখনো পৌচ্ছায়নি তাদের খুজে বের করে তাদের তালিকা করে একটি ত্রান তহবিল গঠন করা হয়েছে। সেই ত্রান তহবিলে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এক মাসের বেতন ও বৈশাখী ভাতা টাকা দিয়ে দেন।