কুড়িগ্রাম প্রতিনিধি:
বৈশ্বিক করোনা মহামারীর দুঃসময়ে কুড়িগ্রামের দুঃস্থ-অসহায় ২৬৪টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন মুসলিম এইড।
জানা গেছে, মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কুরবানি প্রজেক্ট ২০২১খ্রিঃ এর আওতায় “মুসলিম এইড বাংলাদেশ” ফিল্ড অফিসের উদ্যোগে “ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র বাস্তবায়নে ঈদুল আযহার দ্বিতীয় দিন (২২জুলাই) কুড়িগ্রাম সদর ও রাজিবপুর উপজেলার ৫টি ইউনিয়নের ২৬৪টি অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে ১কেজি ৫শত গ্রাম করে মোট ৩৯৫কেজি কোরবানির মাংস বিতরন করা হয়েছে।
উক্ত বিতরনে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী ও বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র
এপিসি ও প্রজেক্ট ফোকাল তোফাজ্জল হোসেন, স্বপ্ন প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর অরুন চন্দ্র অধিকারী, সিস প্রজেক্টের প্রকল্প ব্যস্থাপক সুভাস সরকার সহ স্থানীয় নেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।