বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (১৪ ফেব্রুয়ারী) ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয় কাউন্সিলর বোরহান উদ্দিন ভুইয়া জানান, হানিফ সেখ ও মুক্তার হোসেনের বাড়ি সিঁধ কেটে, নগদ ১৭ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন সেট সহ অন্যান্য মালামাল, জাহাঙ্গীর হোসেনের বাড়ির জানালা কৌশলে খুলে ২টি মোবাইল ফোন সেট চুরি হয়। এছাড়া নারায়ন চন্দ্র সরকারের বাড়ির গোয়ালঘরের বেড়া ভেঙ্গে ৪টি গরু ও মকবুল হোসেনের বাড়ি থেকে তিনটি মুরগী চুরি হয়।
এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক দেখা দিয়েছে। সব মিলিয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান স্থানীয়রা।