মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে বড়াইগ্রামে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমর্থকদের সৃষ্ট অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শিশু ও বঙ্গবন্ধুর জন্মবিদবস। শনিবার উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এর সমর্থকেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থনকারীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেল বালী (২২) নামে চেয়ারম্যানের এক সমর্থক আহত হয়। ঘটনার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান দিবসের সকল অনুষ্ঠান বয়কট করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিবস উপলক্ষে সকালে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এক র্যালী শেষে বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা চত্বরে এলে চেয়ারম্যানের ব্যানার বাদ দিয়ে উপজেলা প্রশাসনের ব্যানার প্রদর্শন করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এ সময় সংসদ সদস্যদের সমর্থকেরা উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের উপর হামলা চালালে একজন আহত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, আমাদের উপর পূণরায় হামলা হবে এমন আশঙ্কায় অনুষ্ঠান বর্জন করেছি।
সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, দিবস পালনকালে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তা প্রতিহত করে। এখানে কেউ লাঞ্চিত হয়েছে বলে তার জানা নাই।
এদিকে উপজেলা চেয়ারম্যানকে বাদ রেখেই দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।