বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই হয়েছে একটি সম্পূর্ণ বসতবাড়ি। এ ঘটনায় প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক ও এলাকাবাসী।
শুক্রবার(৩১ জানুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ান গাছা স্কুলপাড়া গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কফিল উদ্দিন একই এলাকার মৃত খালেক পাটোয়ারীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই বাড়ির ছয়টি কক্ষই পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।
তবে, ঘটনার শুরুতেই বনপাড়া ফায়ার সার্ভিসকে জানানো হলেও ঘটনাস্থলে দেরিতে আসায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ফায়ার কর্মীরা, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সঠিক সময়ে অগ্নিকাণ্ড স্থানে না পৌঁছানো ও দায়িত্বে অবহেলা আছে কিনা প্রশ্নে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, নিয়ম অনুযায়ী ঘন্টায় ৪০ কিলোমিটার গতিতে যাওয়ার নিয়ম, আমরা ভুল রাস্তায় যাওয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে, আমরা আমাদের সাধ্যমত দায়িত্ব পালনে সচেষ্ট।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সরল মূর্মু জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধারনা মতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা । পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।