নাটোর প্রতিনিধি:
‘চলো যাই মাদক ছাড়ি, খেলার মাঠে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া পাটোয়ারী কোয়ালিটি ইনস্টিটিউটের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকেলে প্রতিষ্ঠান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র প্রবীণ আ.লীগ রাজনীতিবিদ সোবাহান প্রামাণিক, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজসেবক আনোয়ার হোসেন, শিক্ষক, অভিভাবকবৃন্দ প্রমূখ। ফুটবল টুর্নামেন্টের রেফারীর দায়িত্ব পালন করেন ওই প্রতিষ্ঠানের শরীরচর্চা বিষয়ক শিক্ষক রাজা সরদার।