নাটোর প্রতিনিধি ঃ বড়াইগ্রামে ২০০ জন অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জমিন রোয়াজান ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জমিন রোয়াজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট্য ব্যবসায়ী আমেরিকা প্রবাসী মোজাফফর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাচ্চু প্রামাণিক, জেনি আয়ুর্বেদিকের ব্যবস্থাপনা পরিচালক মোজাফফর হোসেন, পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সমাজসেবক সানোয়ার হোসন সানা, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নাটোর দত্তপাড়া মডেল কলেজের রসায়ন প্রভাষক সাইফুল ইসলাম রুহুল।