মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সদর দপ্তর কার্যালয়ে সমিতির ৩৪তম বার্ষিক সদস্য সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। দপ্তর প্রাঙ্গণে সমিতির লালপুর এলাকা পরিচালক জহুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মএলাকা নাটোরের বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার এলাকা পরিচালক মন্ডলীর সভাপতি মো. ফুলবার হোসেন ও পরিচালকগণ, সমিতির জেনারেল ম্যানেজার নিতাই চন্দ্র সরকার সহ অন্যান্য কর্মকর্তা, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, চাল কল সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৬-১৭ সালের বার্ষিক প্রতিবেদন পাঠ সহ ভবিষ্যত পরিকল্পনা, সমিতির স্বচ্ছতা নিশ্চিতকরণ, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ও সিস্টেম লস কমাতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে মত বিনিময় করা হয়। উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থ বছরে সমিতির আয় হয়েছে ১২৪ কোটি ৩৯ লক্ষ ৪ হাজার ৮২ এবং ব্যয় ১৪২ কোটি ৭৭ লক্ষ ৪৬ হাজার ৩২০ টাকা। এক্ষেত্রে সমিতির লোকসান গুনতে হয়েছে ১৮ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার ২৩৮ টাকা। এই সমিতির অধীনে মোট গ্রাহক সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৩৩১।