নাটোর প্রতিনিধি: “যেই ভাবনা সেই কাজ” নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব শাহিনা খাতুনের নতুন ভাবনা গনশুনানী। আর এই নতুন ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যকে স্থির করে বড়াইগ্রামে প্রথম বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে গনশুনানী অনুষ্ঠান গ্রহণ করেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বুধবার (১৬ মে) সকাল ১১ টায় সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মতপ্রকাশের মাধ্যম হিসেবে গনশুনানী গ্রহন নামক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক জনাব শাহিনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজ্জাকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী ভূমি কমিশনার অভিজিত শাহ্, উপজেলার বিভিন্ন পর্যায়ের অফিসার, উপজেলার ৭ টি ইউনিয়ন চেয়ারম্যান, সাধারণ জনগন সহ আরো অনেকে। অনুষ্ঠানে সকল শ্রেণীর মানুষের সকল বক্তব্যকে প্রধান্য দিয়ে আগামী অর্থবছরে তা বাস্তবায়নের আশা ব্যক্ত করেন নাটোর জেলা প্রশাসক।