নাটোর প্রতিনিধি:
আগামী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমি বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে বড়াইগ্রামের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে রবিবার (১৩ ই মে) বড়াইগ্রাম উপজেলা মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনের উপস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আকলিমা খাতুন, বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।