মোঃ জাহিদ আলী, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি ;
নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, মেডিকেল অফিসার (এমও) ডা. ওয়ালিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা প্রমুখ।