নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে বড়াইগ্রামের বিভিন্ন মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী।
“সকলে শালীন পোশাক পরি, আল্লাহর হুকুম মেনে চলি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার সকাল ১০টায় উপজেলার বনপাড়াস্থ বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে হিজাব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বনপাড়া ইসলামী ফাজিল মাদরাসার সুপার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদরাসা সুপার ওসমান গনি, বনপাড়া ল্যাবোরেটরি স্কুলের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক সহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।