নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের দায়ে ইউপি সদস্য সহ ৬ জনকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের আই সি নাজমুল হকের নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার রামাগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে বর্তমান ওয়ার্ড সদস্য সহ ৬ জনকে মাদক সেবন রত অবস্থায় আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার রামাগাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে ও জোয়াড়ী ইউনিয়নের ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম (৪৫), তার ভাই শফিকুল ইসলাম মিঠু (৩০), চাঁদ প্রামানিকের ছেলে ডাবলু মোল্লা (৪৫), কাটাশকুল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৪৭), আবুল বাশারের ছেলে রঞ্জু আহম্মেদ (৩৬), বনপাড়া হালদারপাড়ার সিরাজ গাজীর ছেলে আল-আমিন (৩০)। উভয়কে মাদক সেবনের দায়ে পুলিশ আটক করে।পরে বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের আই সি নাজমুল হক আসামীদের বড়াইগ্রাম থানায় প্রেরণ করেন।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস আসামীদের মাদকের সেবনের দায়ে আটকের সত্যতা স্বীতার করেন এবং মামলা প্রকৃয়াধীন আছে বলে জানান।