শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান,বাংলাদেশ টেলিভিশন ও রংপুর বেতারের শিল্পী,গীতিকার ও সুরকার সালমা মোস্তাফিজ, ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা পরিচালক বেতার শিল্পী ও গীতিকার একে এম মোস্তাফিজুর রহমানের স্ত্রী তিনি ২ জুলাই রাত ১০ টা ৩০ মিনিটে ,মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না..রাজিউন। মৃতুকালে তার বয়স হয়েছে (৫০) ১ ছেলে ১ মেয়ে ও স্বামীকে রেখে যান। তার নামাজে যানাযা ৩ জুলাই বাদ জহর ঢাকার মধ্য পাইক পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। যানাজা শেষে তাঁকে রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন হয়।
তার মৃতুতে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুর কুড়িগ্রাম,ভাওয়াইয়া আসর কুড়িগ্রাম,দিশারী সাংস্কৃতিক গোষ্টি, ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরী, ভাওয়াইয়া অঙ্গন রংপুর,কথক নাগেশ্বরী,ভাওয়াইয়া একাডেমী রংপুর,গীদালের আখড়া রংপুর,জমসের আলী প্রধান সাংস্কৃতিক সংগঠন,লোক সংগীত একাডেমী রাজার হাট,ভুরুঙ্গামী শিল্পকলা একাডেমী,আব্বাজ উদ্দিন একাডেমী,কছিম উদ্দিন একাডেমী কুড়িগ্রামসহ বিভিন্ন মহল ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *